আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

‘বজরঙ্গি ভাইজান’–ছবির মুন্নি এখন কেমন আছে

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্কঃ

২০১৫ সালে মাত্র সাত বছর বয়সে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে সবার নজর কেড়েছিল মুন্নি চরিত্রের ছোট্ট হর্ষলি মালহোত্রা। সেটাই ছিল তার জীবনের প্রথম ছবি বজরঙ্গি ভাইজান’ ছবির জন্য পাঁচ হাজার শিশু অডিশন দেয়। তাদের মধ্য থেকে বেছে নেওয়া হয় হর্ষলিকে, শিশু হর্ষলি এখন টিনএজ। ঘরে বসে সে এখন বানাচ্ছে ভিডিও। কখনো একা, কখনো বন্ধুদের সঙ্গে অভিনয়ের জন্য সম্প্রতি হর্ষলি পেয়েছে ড. আম্বেদকর পুরস্কার ।  হর্ষলির  অভিনয়  দক্ষতা তাকে পুরস্কার এনে দিয়েছে ।ড. আম্বেদকর পুরস্কারটি সে নিবেদন করেছে সালমান খান, কবির খান এবং ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সঙ্গে যুক্ত সবার উদ্দেশে ।‘কবুল হেয়’, ‘লৌত আও তৃষা’ সিরিয়ালগুলোতেও অভিনয় করেছে হর্ষলি ‘বজরঙ্গি ভাইজান’ ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত হিসেবে মনোনয়নও পেয়েছিল হর্ষলি গত মাসে সালমান ঘোষণা করেছিলেন, আসছে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সিকুয়েল। ছবির চিত্রনাট্য লিখছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবির নাম হবে ‘পবনপুত্র ভাইজান’। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খানও বিষয়টি নিশ্চিত করেছেন ।

আলোকিত প্রতিদিন/ ১৩জানুয়ারি২০২২/মওম

- Advertisement -
- Advertisement -