মুহিবুল্লাহ চৌধুরী:
বান্দরবান পার্বত্য জেলায় বসবাসরত অসহায় পাহাড়ি ও বাঙ্গালিদের আর্থিক সাহায্য ঘর নির্মাণ, মেয়ের বিবাহ, লেখাপড়ার খরচ এবং চিকিৎসার নিমিত্তে আর্থিক সাহায্যের জন্য বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন ব্যক্তি রিজিয়ন কমান্ডার বরাবরে আবেদন করেন। অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর আবেদন’কে বিবেচনা করে প্রতিষ্ঠানসমূহের আবেদনের প্রেক্ষিতে ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী এর পক্ষ হতে মেজর মোঃ আরিফুল ইসলাম, ডিএসকিউএমজি, ক্যাপ্টেন মোঃ নাঈম পারভেজ জিএসও – ৩ (অপস্) বান্দরবান রিজিয়নের মোট ৩৫ জনকে শিক্ষা, স্বাস্থ্য, ঘর নির্মাণ, মেয়ের বিবাহ, ধর্মীয় উপাসনালয় মেরামত সহ বিভিন্ন খাতে সর্বমোট ২,২০,০০০,০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় রিজিয়ন সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙ্গালিসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এই সহায়তা তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ বলে মনে করেন সহায়তা প্রার্থীরা। বান্দরবানের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলাম অনেক দিন একটু সুস্থ হয়ে কলেজে ভর্তি হওয়ার জন্য বহু আপন জনের কাছে আর্থিক সহায়তা চেয়েছি কিন্তু সহযোগিতা তো দূরের কথা পরবর্তী ফোন কল পর্যন্ত রিসিভ করেনি। পরিচিত একজন বাঙালি বন্ধু’কে জানালে বান্দরবান ব্রিগেড এ আবেদন করার পরামর্শ দেন। এবং তার সার্বিক সহযোগিতায় আবেদন করার ১সাপ্তাহের মধ্যে বান্দরবান সেনা জোন ও ব্রিগেড আমার আশার তিনগুণ বেশি সহায়তা দিয়েছেন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত প্রায়ই উপজাতি খুদ্র নৃ- তাত্বিক গোষ্ঠী গুলোর মধ্যে সেনাবাহিনী সম্পর্কে কিছু ভুল ধারণা পাওয়া যায় তা সম্পূর্ণ মিথ্যা। আশা করি বাংলাদেশ
সেনাবাহিনী ভবিষ্যতেও আমাদের মত অসহায় সাধারণ পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন বিপদে নিরলসভাবে কাজ করবে বলে মন্তব্য করেন।
আলোকিত প্রতিদিন/ ১৩জানুয়ারি২০২২/আর এম
- Advertisement -