আজ সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এর উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

-Advertisement-

আরো খবর

মোহাম্মদ জুবাইরঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশ, জাতি এবং স্বাধীনতার পূর্ণাঙ্গতা প্রাপ্ত হয়। দীর্ঘ ৯ মাস ১৪ দিনের কারাভোগের পর পাকিস্তানের মিয়াওয়ালী কারাগার থেকে ৮ জানুয়ারি মুক্ত হয়ে লন্ডন থেকে দিল্লী হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ সালে স্বাধীন দেশে প্রত্যার্বতন করেন। বাংলা এবং বাঙালির দীর্ঘ দিনের স্বপ্নের কারীগর স্বাধীন মাতৃভূমিকে তিনি বাস্তব রূপ দিলেন। আজ জাতির পিতার কাঙ্খিত স্বপ্ন রূপায়নে তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু শিক্ষা এবং গবেষণা ফাউন্ডেশ এবং বিজয়’৭১ এর যৌথ উদ্যোগে নাট্যজন বিশিষ্ট সাংবাদিক সজল চৌধুরী’র সভাপতিত্বে ও ডা. বেলাল হোসেন উদয়নের সঞ্চালনায় প্রেসক্লাব চত্বরে সকাল ১০টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবংসকাল ১১টায় সংগঠন কার্যালয়ে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভানু রঞ্জন চক্রবর্ত্তী। আলোচক ছিলেন সংগঠনের সচিব লায়ন ডা. আর. কে রুবেল। বিশেষ আলোচক ছিলেন জসিম উদ্দীন চৌধুরী, অধ্যক্ষ উত্তম কুমার আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, প্রণব মজুমদার, শিক্ষিকা নীলা বোস, ডা. এস. কে পাল সুজন, ডা. এস.এম কামরুজ্জামান প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১০জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -