সাইফুল ইসলাম :
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যুব শক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরন এবং অনুদানের চেক বিতরন সোমবার সকালে জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপপরিচালক আবু জাফর, সহকারি পরিচালক আহমদ কবির মজুমদার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হেলালুদ্দিন, ফুলগাজী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরহাদ আলম খান, ইয়ারপুর মহিলা সংস্থার সভানেত্রী হোসনে আরা, সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞা, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির সহ-সভাপতি আবদুল্লাহ আল মারুফ, মহামায়া গণ পাঠাগারের সভাপতি মোঃ ইউনুস, ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক খাদিজা আক্তার সামান্তা প্রমুখ।শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ এবং যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরন করেন।
আলোকিত প্রতিদিন/৯জানুয়ারি২০২২/মওম
- Advertisement -