আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আজ থেকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আব্দুল সাত্তার

চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ শুরু হয়েছে।৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ ঘটিকায়  চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন করেন  জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) ড. বদিউল আলম।  জেলা প্রশাসক বলেন,বই পড়ার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ঘটে। শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করতেই আমাদের এ প্রয়াস।ভবিষ্যৎ প্রজম্মকে বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে বই পড়ার কোনো বিকল্প নেই।নতুন প্রজন্মকে জাতির সঠিক ইতিহাস জানানোসহ আলোকিত, জ্ঞাননির্ভর,সংস্কৃতিমনা মানবিক বাংলাদেশ নির্মাণে এ মেলা সহায়ক ভূমিকা রাখবে।জেলা প্রশাসক আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘বঙ্গবন্ধু এবং স্বাধীনতা বইমেলা’র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। চার দিনব্যাপী এ বইমেলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায়, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা ও জেলা প্রশাসনের বাস্তবায়নে এ বইমেলার আয়োজন করা হয়েছে।  স্বাস্থ্যবিধি  মেনে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বইমেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত।

আলোকিত প্রতিদিন/৩০ডিসেম্বর ২০২১/মওম
Attachments area
- Advertisement -
- Advertisement -