আজ সোমবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে আশ্রায়ণ প্রকল্প-২ এর অধীনে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন 

আরো খবর

প্রতিনিধি,ফুলবাড়ী,কুড়িগ্রাম
ভূমিহীনও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গৃহীত আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৫ ডিসেম্বর দুপুর ২ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামের গৃহহীন রোজিনা বেওয়ার গৃহ নির্মাণকালে  উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত উপস্থিত হয়ে তৃতীয় ধাপে আশ্রয়ণ প্রকল্প -২ এর আওতায় গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে মোট ৫০ টি ঘর নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রতিটি ঘরের প্রাক্কলিত মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।
আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২১/মওম
- Advertisement -
- Advertisement -