আবু সায়েম
কক্সবাজারে কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রেঞ্জের উদ্যোগে কক্সবাজার উত্তর বনবিভাগের সহযোগিতায় “বন্য প্রাণী প্রকৃতির অংশ,আমরা প্রকৃতিকে বাঁচাবো আগামী প্রজন্মের জন্য “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “মানুষ – হাতি সংঘাত” নিরসন শীর্ষক বন্যপ্রাণী সংরক্ষন,সামুদ্রিক জীববৈচিত্র্য এবং বনজসম্পদ রক্ষাকল্প ও সংরক্ষিত বনাঞ্চল জবরদখল মুক্ত বাস্তবায়ন করার করণীয় শীর্ষক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকারের নির্দেশে রেঞ্জ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ইদগড় রেঞ্জ কার্যালয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদগড় রেঞ্জের চার শতাধিক নারী পুরুষ,স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ বনবিভাগের ফরেস্টার,বিটকর্মকর্তা হ্যাডম্যানসহ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
জনসচেতনতামূলক সভায় বক্তারা “বন্য প্রাণী প্রকৃতির অংশ, আমরা প্রকৃতিকে বাঁচাবো আগামী প্রজন্মের জন্য “এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানুষ হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী সংরক্ষণ, সামাজিক বনায়নের উপকারভোগীদের করণীয় এবং সংরক্ষিত বনাঞ্চল জবরদখল মুক্ত করতে বাস্তবায়ন করার কর্মশালায় এলাকাবাসী কে এগিয়ে আসার আহ্বান করেন।
সভায় সভাপতির বক্তব্যে ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব । নির্বিচারে বন্য প্রাণী হত্যা, ধরা এবং শিকার করা যাবে না । বন্য হাতিদের আঘাত করে নিধন করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব ফেলবে। তিনি আরো বলেন, সামাজিকভাবে সচেতন হয়ে আমাদের মানুষ ও হাতি সংঘাত নিরসন করে বন্য প্রাণী ও হাতিদের বাঁচাতে এগিয়ে এসে বন সম্পদ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বন্যহাতি লোকালয়ে চলে আসলে তিনি বন বিভাগকে অবগত করার অনুরোধ জানান। তবুও যেন হাতিকে আক্রমণ করা না হয়। বন্যহাতি কর্তৃক কারো প্রাণহানি ঘটলে অথবা কারো ফসল নষ্ট করলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে।তিনি আরো বলেন, ঈদগড় রেঞ্জে সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সামাজিক বনায়নের উপকারভোগীদের বনায়ন রক্ষায় আরো বেশী কর্মকান্ড সম্পাদন করতে হবে। টেকসই বন ও জীবিকা(সুফল) প্রকল্প বাস্তবায়নে, বন নির্ভরশীল জনগোষ্ঠী, বন পুনঃপ্রতিষ্ঠা ও সংরক্ষণে এলাকাবাসী সহ সবাইকে এগিয়ে আসতে হবে। উক্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথি ঈদগড় ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ ভুট্টু , বিশেষ অতিথি বাইশারী বিট কর্মকর্তা, নেকম) এর সুফল (SD-57) প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মুফিদুল আলম, ঈদগড় ইউনিয়নের ০৯ টি ওয়ার্ডের সাবেক ও নব নির্বাচিত ইউপিসদস্যবৃন্দ এবং ঈদগড় রেঞ্জের সামাজিক বনায়নের সকল উপকারভোগী, হেডম্যান ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০২১/মওম
- Advertisement -