আব্দুল সাত্তার
যুব রেড ক্রিসেন্টে চট্রগ্রামের সাবেক যুব প্রধান সিনিয়র সদস্য মইনুল ইসলাম সোহেল ভাইয়ের দেওয়া তথ্য মোতাবেক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ নং ওয়ার্ডে চিকিৎসারত একটি অভিভাবকহীন দিনমজুর রোগী ইব্রাহিম (বয়স ৩০) কে মেডিসিন সেবা ও কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেন মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন রাতে ফোনের মাধ্যমে জানতে পারি এক হতদরিদ্র লোক গতরাতে ঘুমন্ত অবস্তায় ছেলেটির দূটি পা ভেংগে দেয় গাড়ী, তার কোন অভিভাবক নেই, সে দিনমজুর মানবিক দিক বিবেচনা করে তাৎক্ষণিক মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ছেলেটার ঔষধ সহ একজন মহিলা দেখাশোনার জন্য ঠিক করেছে ৪ দিনের জন্য টাকার বিনিময়ে দৈনিক ২৫০ টাকা হারে।এই কাজে সহায়তা করছে গাউছিয়া কমিটি বায়েজিদ থানার সদস্য বাপ্পা ও তাঁর টিম। মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, ও সদস্য রফিকুল ইসলাম।
আলোকিত প্রতিদিন /২১ ডিসেম্বর, ২০২১/ মওম
- Advertisement -