আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানের গিরিছায়া রেষ্টুরেন্টের সামনে থেকে তক্ষক উদ্ধার

-Advertisement-

আরো খবর

মোহাম্মদ জুবাইর 
রাউজান থানাধীন চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের গিরিছায়া রেষ্টুরেন্ট এর সামনে থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল হাটহাজারী সি,পি,সি-২ ক্যাম্পের র‌্যাব ৭। পরে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও এসও মো: ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনা মোতাবেক এ বিরল প্রজাতির তক্ষকটি হাটহাজারী বিটের সংরক্ষিত গহীন বনে অবমুক্ত করা হয়। রবিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার সময় এ তক্ষকটি উদ্ধার করা হয়। হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও এসও মো: ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বিরল তক্ষক পাচারের উদ্দ্যেশে রাখছে এমন খবর পেয়ে র‌্যাবের সহযোগিতায় এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনা মোতাবেক এ বিরল প্রজাতির তক্ষকটি হাটহাজারী বিটের সংরক্ষিত গহীন বনে অবমুক্ত করা হয়। এটি একটি বিরল প্রজাতির তক্ষক। যার স্থানীয় নাম হাঁস পা তক্ষক। এটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৯ ইঞ্চি। যার কথিত বাজারমূল্য হাজার কোটি টাকা। বন‌্যপ্রানী শিকার ও হত‌্যা ব‌ন্ধে আমাদের বিভাগীয় বন কর্মকর্তা ম‌হোদ‌য়ের ক‌ঠোর নি‌র্দেশনা ও মাঠ পর্যায়ে বিভিন্ন স‌চেতনতা মূলক কার্যক্রমে বনকর্মীরা বন অপরাধ দমন ও উদঘাটনে স‌ক্রিয় ভূ‌মিকা পালন কর‌ছে।
আলোকিত প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০২১/এইচ
- Advertisement -
- Advertisement -