প্রতিনিধি,(মাটিরাঙ্গা)খাগড়াছড়ি:
খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্বাধীনতা সোপানে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) দিবসটির প্রথম প্রহরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে নির্মিত স্বাধীনতা সোপানে ফুল দিয়ে ৭১’র রনাঙ্গনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া উপজেলা স্বাধীনতা সোপানে বীর শহীদদের স্মরনে উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, সহ সকল সহযোগী সংগঠন থেকে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা আওয়ামী’লীগের নির্মাণাধিন দলীয় কার্যালয়ে উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা’র এর সঞ্চালনায়,উপজেলা আ’লীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খান’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু তালেব, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি রকিবুল হাছান, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন,উপজেলা আওয়ামী’লীগ নেতা মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজীসহ উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে। সে হিসাবে আজ বিজয়ের ৫০ বছর পূর্তি। এদিনে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের,যাদের আত্মত্যাগের বিনিময়ে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের।
মোঃ সাদ্দাম হোসেন