প্রতিনিধি,চট্টগ্রাম:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত হয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড। সিএমপি কমিশনার এসময় অংশগ্রহণকারী ৩৭ টি পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন ও অনুষ্ঠান শেষে প্রীতিভোজে অংশগ্রহণ করেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) জনাব মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২১/আর এম
- Advertisement -