আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রকোনা বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -
প্রতিনিধি,নেত্রকোনা:

মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের অর্জিত এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন-মুক্ত ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর  ১৯৭১ সালের আজকের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পরাজয় মেনে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেন।

সেই স্বাধীন-মুক্ত বাংলাদেশের বয়স এখন ৫০ বছর। স্বাধীনতার ৫০ বছরের এই পরিসরে দেশ ও জাতি অনেক ঘটন-অঘটন, চড়াই-উৎরাইয়ের সাক্ষী হয়েছে। সময়ে সময়ে এসব ঘটনা সমগ্র জাতিকে প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছে, পাল্টে দিয়েছে এর গতিপথ। কখনো জাতির জীবনে এসেছে হতাশা-অন্ধকারাচ্ছন্ন সময়। আবার সেই আঁধার ফুঁড়েই এগিয়ে গেছে দেশ। ৫০ বছর পেরিয়ে এসে আজ উন্নয়ন-অগ্রগতির এক নতুন বাংলাদেশ। সামনে আরও সুন্দর আগামীর প্রত্যাশায় উজ্জীবিত বাংলাদেশ।

সারাদেশের ন্যায়  নেত্রকোণায় ১৬ ডিসেম্বর-২০২১ মহান বিজয় দিবস ও ৫০ বছর  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়াল শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

এ মহান বিজয় দিবস ও  ৫০ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আয়োজন করে নেত্রকোণা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। নেত্রকোণা স্টেডিয়ামে এর আয়োজন করেন।

- Advertisement -

এসময় উপস্থিত ছিলেন  নেত্রকোনা জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন  রাজনৈতিক,  সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ  প্রমূখ। ভোর থেকে  শুরু  করে সন্ধ্যা  পর্যন্ত   সারাদিন ব্যাপী দিনটি উদযাপন করা হয়।

আলোকিত প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -