আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম, কক্সবাজারঃ

বিজয় দিবস ও পর্যটন মৌসুম ঘিরে কক্সবাজারে মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে  বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশে পর্যটন গলফ মাঠে মেলা উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মেলার চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাসেদ।

মেলার কো-চেয়ারম্যান শাহেদ আলী শাহেদ বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে মেলা। কেউ বিধি অমান্য করলে মেলায় প্রবেশ করতে  পারবেন না। পর্যটকদের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে শতাধিক স্টলে। সিসিটিভির মনিটরিং এ থাকবে সবকিছু। নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদার। এবারের বাণিজ্য মেলায় ভিন্নতাও আনা হয়েছে। চমৎকার পরিবেশে মেলা উপভোগ করারও সুব্যবস্থা রয়েছে।

- Advertisement -

তিনি আরো বলেন, পরিবার পরিজনসহ সবাইকে নিয়ে মেলা উপভোগ করার মতো পরিবেশের ব্যব্যস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি মাসব্যাপী মেলা উপভোগের জন্য সবাইকে পরিবার পরিজন নিয়ে আসতে  আহ্বান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে মেলার সদস্যসচিব ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু, প্রধান সমন্বয়ক নাছির উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০২১/আর এম

- Advertisement -
- Advertisement -