আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ বালি মহলে বন বিভাগের সাঁড়াশি  অভিযান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন  উখিয়া রেঞ্জের  থাইংখালী বিটের  পালংখালীর তেলখোলা, চেরাখোলা, তাজনিমারখোলা এলাকায় বালুখেকোদের বিরুদ্ধে সাঁড়াশি  অভিযান চালিয়ে অবৈধভাবে  বালু উত্তোলনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি,দুটি ড্রেজার মেশিন, ৩০০ ফিট ডেলিভারি  পাইপ জব্দ ও ২টি অবৈধ ঘর উচ্ছেদসহ ২৭ টি বালুর পয়েন্ট লবণ মিশিয়ে এবং লাল পতাকা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৯ডিসেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলমের নির্দেশে সহকারী বন সংরক্ষক মো. আনিসুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল  আলম এর নেতৃত্বে ও থাইংখালী বিট কর্মকর্তা রাকিবুল হাসান এবং বিট কর্মকর্তা বজলুর রশিদসহ সিপিজি সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়,উখিয়ার পালংখালীর থাইংখালী মোজা উখিয়া’র ঘাট ফরেস্ট থাইংখালী বনবিটের বটতলী ব্লকের বিভিন্ন স্থানে শতশত পাহাড়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পাহাড় নিধন করে আসছিল একটি পাহাড় খেকো সিন্ডিকেট।এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে বন বিভাগ,পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি বনভূমির পাহাড়ের নিচে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলমের নজরে আসলে তিনি দ্রুত অভিযানের নির্দেশ দেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,দীর্ঘদিন ধরে একটি পাহাড় খেকো সিন্ডিকেট পাহাড়ের নিচে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে অবগত করলে তিনি অভিযানের নির্দেশ দেন।তারপর উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের তেলখোলা,চেরাখোলা, তাজনিমারখোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের কাজে ব্যবহ্নত দুটি ড্রেজার মিশন, বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ২৭টি অবৈধ বালুর পয়েন্ট লবণ মিশিয়ে লাল পতাকা (প্ল্যাগ)দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে বন আইনে ২৭ টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।এ ব্যাপারে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উখিয়ার থাইংখালী বিটের তেলখোলা এলাকায় অবৈধ বালি মহলে অভিযান চালিয়ে ২৭ টি বালির পয়েন্ট নির্ধারণ, ২ টি ড্রেজার মেশিন জব্দসহ ২ টি অবৈধ ঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি ও বনজসম্পদ রক্ষার্থে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।বন অপরাধ দমনে তথ্য  দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

- Advertisement -

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -