প্রতিনিধি,ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ কাঁপাচ্ছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। এমন পরিস্থিতিতে নৌকা প্রতীকের প্রার্থীর দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার ৮নং খেলনা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসেন ও বিদ্রোহী প্রার্থী (বর্তমান চেয়ারম্যান )আব্দুস সালামদের কর্মী-সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা হয়। ৮ ডিসেম্বর বিকেলে আব্দুস সালামের কর্মী বিমল রায়কে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে আবারও পোস্টার লাগালাগি ও দুই পক্ষে গালাগালির এক পর্যায়ে নৌকার কর্মী কোহিনুর বেগম আহত হন বলে জানিয়েছেন প্রার্থী নাজমুল হোসেন। এদিকে বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম জানান, আমার পোস্টারের উপর আমার প্রতিপক্ষের লোকজন পোস্টার লাগাচ্ছিল, এ নিয়ে বকাবকি হয়েছে মাত্র, আর কোন মহিলাকে আমি মারার নির্দেশনা দেইনি, তারা উভয়ে আলাদা পক্ষ নিয়ে নিজেরাই বিবাদে জড়িয়েছে, যা আমি অবগত ছিলাম না।ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আতারা // এপি

