আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম

কক্সবাজারের উখিয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী  দিবস পালিত । বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) সকাল ৯ টায়  উপজেলা প্রশাসন চত্বরে ” আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে  কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দুর্নীতি বিরোধী বিভিন্ন জনসচেতনতামূলক দিকনির্দেশনাসহ পরামর্শ প্রদান করেন। নিজের অধিকার আদায়ে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালনের  আহ্বান জানান । নিজের অধিকার আদায়ে  তৃতীয় পক্ষের নিকট যাতে কোন ধরনের লেনদেন না করে এবং নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে দুর্নীতি প্রতিরোধে অংশীদার হওয়ার অনুরোধ করেন।  দুর্নীতি বিরোধী দিবসে প্রধান অতিথি ছিলেন উখিয়া  উপজেলার সহকারী  কমিশনার ( ভূমি) তাজউদ্দীন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ  করেন কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর( পিপি) আব্দুর রহিম।প্রধান আলোচকের বক্তৃতায় কক্সবাজার দুর্নীতি দমন কমিশনের পিপি আব্দুর রহিম বলেন,দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণে সচেতন হয়ে নিজ নিজ জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিজের অধিকার আদায়ে নিজেকে লড়তে হবে। তাহল সুন্দর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে অংশীদার হতে পারবো। তিনি আরও বলেন,কক্সবাজার দুর্নীতি প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে, এতে তাদের ভূমিকা অপরিসীম।আশা করছি প্রত্যেকব্যক্তি নিজ অধিকার আদায়ে  সচেতন হলে  আমরা  সুখী, সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত জেলা বিনির্মাণ করতে পারবো প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)মো. তাজউদ্দীন বলেন,সরকার দুর্নীতি প্রতিরোধে সজাগ ও সতর্ক রয়েছে। উখিয়া উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতি রোধে বহুমুখী জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সত্যি তাদের এ ধরনের জনকল্যাণমুখ কার্যক্রম প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন,উখিয়া উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে  প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সভায় বিভিন্ন দপ্তরের  প্রশাসনিক কর্মকর্তা,সুশীল সমাজ, সাংবাদিক, গণ্যমান্যব্যক্তিসহ এলাকার সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -