রিপন সারওয়ার
মুক্তাগাছায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে উপজেলা প্রাশসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী নারীদের জয়িতা পদক প্রদানসহ তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার। মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মুক্তাগাছা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, মহিলা ভাইসচেযারম্যান মুর্শিদা আক্তার কাকলী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, জয়িতা মহিলা সংস্থা মুক্তাগাছা উপজেলা শাখার চেয়ারম্যান মলিনা দত্ত।অনুষ্ঠানে ৩ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।যথাক্রমে- নারী শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী স্বপ্না আক্তার (রগুনাথপুর), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রিপা সুলতানা (খামার বাজার),সমাজ উন্নয়নে অসামান্য আবদান রাখায় মনোয়ারা বেগম (চেচুয়াবাজার)। নির্বাচিত ৩ জন নারীকে ক্রেস্ট, সনদপত্রসহ উত্তরীয় উপহার প্রদান করে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
আতারা // এপি