প্রতিনিধি,সীতাকুণ্ড
সীতাকুণ্ড পৌরসদর দক্ষিণ মহাদেবপুর এলাকায় ভাড়া বাসা হতে লাকী আক্তার (৩০) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পৌরসদরের দক্ষিণ মহাদেব পুর ৬ নং ওয়ার্ডের মহিউদ্দিন জসিমের ভাড়া বাসা হতে মৃতদেহটি উদ্বার করা হয়। ওই গৃহবধূ মীরশ্বরাই উপজেলা জেলার করুয়া কমর আলী গ্রামের মদিন উল্লা মেম্বারের বাড়ির শোকর আহাম্মদের মেয়ে।জানা যায়, গত ৫ বছর পূর্বে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইলিয়াস খাঁন ভূইয়া বাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে আব্দুল মান্নানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৃহবধূ লাকি। আব্দুল মান্নানের ২য় স্ত্রী ছিলেন লাকি আক্তার। ২য় স্ত্রীকে পরিবার মেনে না নেয়ায় বিবাহের পর থেকে বিগত ৪ বছর বাপের বাড়িতে থাকার পর গত বছরের জুন মাসে ভাড়া বাসায় উঠেন লাকি আক্তার। এমতবস্থায় বুধবার রাত আনুমানিক ১০টায় স্বামী আসছে বলে বাড়ির মালিকের কাছ থেকে গেইটের চাবি নেন ওই গৃহবধূ। এ অবস্থায় সকাল ১০টার সময় বাইরে থেকে বন্ধ থাকা দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলে বিছানায় গৃহবধূর মৃতদেহ দেখতে পান পাশ্ববর্তী ভাড়াটিয়া ও বাড়ির মালিক।তারা বলেন, রাতে স্বামী আসছে বলে গেইটের চাবি নিয়ে বাইরে চলে যান গৃহবধূ। এর কিছুক্ষণ পর মাস্ক ও ক্যাপ পরা এক লোক নিয়ে ঘুরে ঢুকে পড়েন। সকাল ঘনিয়ে দুপুর হয়ে আসলে সাড়া শব্দ না পেয়ে বাইরে থেকে বন্ধ দরজা খুললে মৃতদেহটি দেখতে পাই। পরে স্থানীয় কাউন্সিলারকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বলে জানান বাড়ির মালিক মহিউদ্দিন জসিম।
এদিকে, সৌদি আরব প্রবাসী স্বামী দেশে ফেরার কথা মৃত্যু পূর্বে গৃহবধূর মুখে শুনা গেলেও বাস্তবতা নিয়ে ধুম্রজাল তৈরী হয়েছে। লাকী আক্তারের ভগ্নিপতি বলেন, আব্দুল মান্নান সকালে ফোন করে দেশে ফেরার কথা নিশ্চিত করে। কিন্তু যে নাম্বার থেকে কথা বলেছে তা ছিল দেশের বাইরের একটি নাম্বার বলে জানান।এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পৌরসদর মহাদেব পুর ভাড়া বাসা হতে গলায় ওড়না পেছানো অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদ্বন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে গৃহবধূ হত্যা হতে পারে বলে প্রাথমিক তদ্বন্তে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে বলেও জানান তিনি।

