প্রতিনিধি,ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পইন কার্যক্রম এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোসা. হালিমা খানম কর্তৃক অয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদ হাসান খাঁনউপজেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই আব্দুল করিম জানান,আগামী ১১ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১হাজার ৯শত ৯৩ জন শিশুর ও ১২ মাস থেকে মাস বয়সী ১৩ হাজার ৬শত ৯৮জন শিশু লক্ষ মাত্রা ধরা হয়েছে।এছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সর্বমোট ১৫ হাজার ৬শত ৯১ জন লক্ষমাত্রা ধরা হয়েছে। উপজেলায় মোট ১২১টি টিকাদান কেন্দ্রে ২৭২ জন সেচ্ছাসেবী ও মাঠকর্মী এই কার্যক্রমের সহযোগিতা করবেন। চরদিনব্যাপী এই কার্যক্রম সফল করতে প্রচার প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা।সভায় উপজেলা সমাজ সেবা অফিসার ,পরিবার পরিকল্পনা অফিসার ও বিভিন্ন সংবাদ পত্রের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আতারা // এপি

