আজ মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

আরো খবর

প্রতিনিধি,ফরিদপুর

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত ।বৃহস্পতিবার​ সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।সনাক সদস্য অধ্যাপক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য পেশ করেন- ফরিদপুর প্রেসক্লাবের​ সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক পান্না বালা, সনাক সদস্য খাদিজা বেগম, এসডিসি সদস্য খন্দকার হামিদুল আলম, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ।মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,সমাজ থেকে এখন দুর্নীতি প্রতিরোধ করা নাহলে ভবিষ্যত আরও খারাপ হবে।তার আক্ষেপ করে বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সেখানে প্রতিনিয়তই সমাজে দুর্নীতি ঘটে চলেছে।এসময় তারা দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য​ সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ।এর আগে জেলা প্রশাসনের কার্যালয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -