মাইনুল হাসান মজনু
বগুড়ার সারিয়াকান্দিতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৭বছরের মেয়েকে নিয়ে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এবিষয়ে প্রবাস ফেরত সফিকুল ইসলাম সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামালপুর ইউনিয়নের কাঁশাহার চরপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. সফিকুল ইসলাম (৪২) দির্ঘদিন যাবৎ প্রবাসে থাকেন।২০১২ সালে ছুটি নিয়ে নিজ বাড়িতে ফেরে কামালপুর ইউনিয়নের পুর্ব বিবিরপাড়া গ্রামের বাঘোপাড়ার মো. সোলেমান আলীর মেয়ে মোছা. সিমা আক্তারের (২৫) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছুটি শেষ হলে সফিকুল স্ত্রী মোছা. সিমাকে তার নিজ বাড়িতে রেখে আবারও প্রবাসে চলে যান। এরই মধ্যে মোছা. সিমা আক্তারের গর্ভে জন্ম গ্রহণ করে এক ফুটফুটে মেয়ে সন্তান। তার নাম রাখা হয় মোছা. ফাতেমাতুজ রোজা।বর্তমানে তার বয়স সাত বছর। সে কড়িতলা এস কে কেজি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে।এদিকে গত ২মাস আগে সফিকুল ইসলাম আবারও ছুটি নিয়ে বাড়িতে এসে তার পাঠানো টাকা-পয়সার হিসাব চাইলে সিমা আক্তারের সাথে মনমালিন্য সৃষ্টি হয়।মাঝে মধ্যে ঝগড়াঝাঁটিও হতো। সম্প্রতি ৭ ডিসেম্বর সফিকুল ইসলাম সাংসারিক প্রয়োজনে বাড়ী থেকে বাহিরে গেলে ওই সুয়োগে স্ত্রী সিমা আক্তার মেয়ে ফাতেমাতুজ রোজাকে নিয়ে তার বাবার বাড়ী যাবার কথা বলে আর বাড়িতে ফেরেন নি।সফিকুল ইসলাম বাড়িতে এসে তার মেয়ে ও স্ত্রীকে না দেখতে পেয়ে আশপাশের বাড়িতে খোঁজ করেন।সেখানে না পেয়ে সিমা আক্তারের বাবার বাড়ী গিয়ে খোঁজ করতে গেলেও পান নি।পরে বাড়ী ফিরে সফিকুল দেখেন, বিদেশ থেকে নিয়ে আসা নগদ টাকা, স্বর্ণালংকার, আরও অনেক কিছুসহ তার মেয়ে রোজাকে নিয়ে উধাও হয়েছেন স্ত্রী। এ বিষয়ে সফিকুল ইসলাম বলেন,আমার স্ত্রী সিমা ও মেয়ে রোজাকে বাড়িতে না পেয়ে অনেক স্থানে খোঁজাখুঁজির পর গতকাল বুধবার দুপুরে সিমা আক্তারের বিরুদ্ধে নগদ ১০লক্ষ টাকা ও আড়াইভরি স্বর্ণালংকারসহ তার মেয়েকে উদ্ধার করতে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।এবিষয়ে মোছা. সিমা আক্তারের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সারিয়াকান্দি থানার এএসআই কামরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আতারা // এপি

