প্রতিনিধি,কচুয়া
চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ পালিত। বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষে ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পথসভা,মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়। পথসভা, মানববন্ধন ও র্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শাহাজান শিশির, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,সহকারী (ভূমি) কমিশনার মাহমুদা কুলসুম মনি। সকাল ১০টায় সাচার বাজার ও সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা,মানববন্ধন ও র্যালি শেষে বক্তব্য পেশ করেন -উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি ওমর ফারুক মিয়াজী,সাধারণ সম্পাদক মানিক সরকার ও সদস্য মোহতারেমা আক্তার তামান্নাসহ অন্যান্য নেতা-কর্মী।
আতারা // এপি