আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সীমালঙ্ঘনকারী আল্লাহর অপছন্দ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আমিনুল ইসলাম কাসেমী

সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে,” ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু’তাদীন” নিশ্চয়ই আল্লাহ তায়ালা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না।এজন্য বাড়াবাড়ি ভাল নয়। কোন কাজে অহংকারী মনোভাব থাকা আত্মঘাতি সিদ্ধান্ত। নিজের যতটুকু ক্ষমতা ততটুকু করা উচিত। এর থেকে বেশী বাহাদুরি দেখানো বড্ডো বে- মানান।তাছাড়া সবকিছুতে ভারসাম্যতা থাকা চাই। কাউকে তুচ্ছ- তাচ্ছিল্য করা বড় অন্যায়। এতে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। আর আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট হন, তাহলে কেউ সেটাকে রোধ করতে পারে না।আল্লাহ তায়ালা মানুষকে ফিরে আসার সুযোগ দেন। একবার- দুইবার- তিনবার এভাবে মানুষকে তওবা করার সুযোগ দেন। কিন্তু সে যদি ফিরে না আসে, তখন আল্লাহ অসন্তুষ্টি এসে যায়। আল্লাহর আজাব তাকে পাকড়াও করে।” ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ” আল্লাহর পাকড়াও বড় কঠিন। সুতরাং সাবধান।আল্লাহ আমাদের সহী বুঝ দান করুন। আমিন।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -