আজ মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ১

আরো খবর

প্রতিনিধি,চট্টগ্রাম

মহেশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৪ টি দেশীয় বন্দুক, ৪ টি রামদা ও ১৪ রাউন্ড কার্তুজসহ অস্ত্রধারী এক  আসাসিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার তারিখ সকালে মহেশখালী থানা পুলিশের একটি চৌকষ টিম মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ ফকিরজোম পাড়ায় বান্ডার জিরি নামক গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।ধৃত আসামি ফকিরজোম পাড়ার মৃত বদিউল আলম  বুদু মিয়ার ছেলে  শফি আলম (টোনাইয়া) (৩৫)। এসময় তার হেফাজত থেকে ৪ টি দেশীয় বন্দুক, ৪ টি রামদা ও ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।  গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -