আজ মঙ্গলবার, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাহী কর্মকর্তার অফিস ব্যতিত জাতীয় পতাকা ওঠে না অন্য দফতরগুলোতে 

আরো খবর

প্রতিনিধি,কাঁঠালিয়া

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে জাতীয় পতাকা উত্তোলন হলেও অন্য সরকারি দফতরগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় না।জাতীয় পতাকা উত্তোলন করেননি মাধ্যমিক শিক্ষা কমকর্তা  হারুন আর রশীদও। বুধবার শিক্ষা কমকর্তার ডিজিটাল ভবনের সামনে  খোঁজ নিয়ে দেখা যায়, অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি । অফিস চলাকালীন ভবনে ফ্লেগ -স্টান থাকা সত্ত্বেও  জাতীয় পতাকা  উওোলন করেন নি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের প্রতি ক্ষেপে যান মাধ্যমিক শিক্ষা অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. মানিক।এবিষয়ে সাংবাদিকরা মোবাইল ফোনের মাধ্যমে জেলা  মাধ্যমিক শিক্ষা কমকর্তার কাছে  জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমার ভালো ধারণা নেই। আমি জেনে আপনাকে জানাবো।পরে  ফোন দিলে আর  রিসিভ করেননি।কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল  চন্দ্র গোলদার  বলেন, অফিসকালীন  ফ্লেগ -স্টান থাকলে জাতীয় পতাকা উওোলন করতে দোষ কোথায়।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -