আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম

কক্সবাজার উত্তর বন বিভাগের উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত । গতকাল রবিবার কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে এ কর্মশাল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ১০ টি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের স্টাফবৃন্দ অংশগ্রহণ করেন। “সততা নৈতিকতা শুদ্ধাচারের মূল কথা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুন্দর সমাজ বিনির্মাণের  ভূমিকা পালনে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতির বক্তব্যে  কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, সততা নীতি-নৈতিকতাকে বুকে ধারণ এবং  লালন করে আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিটি কােজে  বাস্তবায়ন করতে হবে।জনগণকে সেবা দেওয়ার সময় বিনয়ের সাথে  ভালো আচরণ করতে হবে।কোন মতেই সেবাগ্রহীতার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমাদের দৈনন্দিন জীবনে প্রাত্যহিক কর্মকাণ্ডে ধৈর্য ও সহনশীল হতে হবে।

কর্মশালায় উপস্থিত রেঞ্জ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,বন্যহাতিও বন্যপ্রাণী রক্ষায় প্রতিটি রেঞ্জ কর্মকর্তাদের দায়িত্বের মধ্যে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যেহেতু আমরা বন বিভাগে কাজ করি, সেহেতু আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে বন ও বনজসম্পদ রক্ষার্থে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করা।সরকারি সম্পদ রক্ষার্থে সজাগ ও সতর্ক থাকতে হবে।সততা, ন্যায় নীতিকথা,অধ্যবসায়, পরিশ্রম  এবং   বহুমুখী প্রতিভার মাধ্যমে  সৃজনশীল চর্চার মধ্য দিয়ে নানামুখী যুগোপযোগী দায়িত্ব পালনে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হবো এবং দেশ জাতি,  জনগণ আমাদের কর্মকাণ্ডে উপকৃত হবে। উল্লেখ্য, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় ডিএফও উপস্থিত সকল  রেঞ্জ কর্মকর্তাদের দায়িত্ব এবং কাজের প্রতি আরও বেশী মনোযোগী এবং সার্বিক কর্মকাণ্ডের গতিকে তরান্বিত করতে  বিভিন্ন প্রেরণামূলক দিক নির্দেশনা প্রদান করেন।

 

- Advertisement -

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -