আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায়  শ্রমিক নিহত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,সীতাকুণ্ড 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরাতন জাহাজ ভাঙা কারখানায় দুর্ঘটনায়  এক শ্রমিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলে অবস্থিত এন.বি শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. মনির আহমেদ (৩৮)  সলিমপুর গ্রামের মৃত মুনছুর আহমেদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই সকালে ইয়ার্ডে কাজ করার সময় লোহার একটি ভারী প্লেট এসে মনিরের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।বিষয়টি স্বীকার করে এন.বি শিপব্রেকিং ইয়ার্ডের সত্বাধিকারী মো. তছলিম উদ্দিন বলেন, সকালে ইয়ার্ডে কাজ করার সময় মাথায় লোহার আঘাত পান এক শ্রমিক। আমরা সাথে সাথে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের সময় তিনি মারা যান।সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সলিমপুর এলাকায় একটি জাহাজ ভাঙা কারখানায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -