[bangla_time] | [bangla_day] | [bangla_date] | [english_date] | [hijri_date]

বর্ষসেরা নৃত্য শিল্পীর পদক পেলেন কাজী রায়হান

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

দ্বীন মোহাম্মাদ দুখু:
বাংলাদেশের শাস্ত্রীয় নৃত্যের এক প্রতিভাময়ী তরুণ শিল্পী কাজী রায়হান। দীর্ঘ ১৫ বছর ধরে নাচ করছেন। নৃত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ। তবে স্বাচ্ছন্দ্য মনিপুরী নৃত্যেই। এ বছর শের-ই বাংলা এ কে ফজলুল হক বর্ষ সেরা- ২০২১ সফল নৃত্যশিল্পী পদক পেলেন কাজী রায়হান। শনিবার রাজধানীর তোপ খানা রোডের এশিয়া হোটেল অ্যান্ড রিসোটর্সে উদযাপন হয় অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শের-ই বাংলা একে ফজলুল হকের ১৪৮তম জন্ম জয়ন্তী। শের-ই বাংলা সংস্কৃতি জোটের উদ্যোগে এতে ছিল আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে শিল্পীদেরও সম্মাননা জানানো হয়েছে। নৃত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পান কাজী রায়হান। কাজী রায়হান রুমঝুম নৃত্যালয়ের পরিচালক। তিনি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারতসহ বেশ কিছু আন্তর্জাতিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ ও এ্যাওয়ার্ড পেয়েছেন। বর্তমানে তিনি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মনিপুরী নৃত্যের ওপর মাস্টার্স করছেন।

আলোকিত প্রতিদিন/ ২৯ নভেম্বর, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -