আন্তর্জাতিক ডেস্ক
স্বেচ্ছায় কোনো কিছুই করতে পারেন না উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের স্ত্রী রি। এমনকি তার চুল বাঁধতেও নাকি স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। খবর আনন্দবাজার পত্রিকার। আনন্দবাজার জানায়, বিয়ের পর প্রথম প্রথম আধুনিক পোশাক পরতে দেখা যেতো তাকে। কিন্তু এখন আর সেসব পরতে পারেন না তিনি। রি কী পোশাক পরবেন সেটাও ঠিক করে দেন কিম। এখন জিন্স পরাতেও নিষেধাজ্ঞা আছে। ইচ্ছে হলেও প্রকাশ্যে আসতে পারেন না। স্বামী কিমের অনুমতি মিললে তবেই তিনি বাড়ি থেকে বের হতে পারেন। তাও স্বামীর সঙ্গে। এমনকি তার সন্তানদেরও প্রকাশ্যে আসার অনুমতি নেই। অন্যান্য দেশের ফার্স্ট লেডিরা বিভিন্ন অনুষ্ঠানে যান। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। এ রকম কোনো কিছুতেই যুক্ত থাকার উপায় নেই রির। কিম জংয়ের সবুজ সঙ্কেত না মিললে নিজের ছবি তুলতেও পারেন না তিনি।২০০৯ সালে রি এবং কিমের বিয়ে হয়। ২০১০ সালে প্রথম সন্তানের জন্ম দেন রি। জানা যায়, যতোদিন না রির ছেলে সন্তান হয়েছে, ততোদিন তাকে বাধ্য করা হয়েছে সন্তান ধারণ করতে।
আতারা //এপি

