আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

নারী প্রতারক ‘পোষণ’ এবার হাজতে

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রাম সিএমপির পাঁচলাইশ মডেল থানা  পুলিশ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ১ জনকে  গ্রেফতার করেছে।গ্রেফতার আসামি জান্নাতুল নাঈম প্রকাশ পোষণ (৩৩)। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার দুস্থ ও হত দরিদ্র মহিলাদেরকে অনুদান/ আর্থিক সহায়তা দেওয়ার নামে প্রায়  ৭/৮ হাজার  মহিলাদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে নিলেও কোন আর্থিক সুবিধা দিতে পারে নি। দীর্ঘদিন যাবৎ উক্ত মহিলাদের অনুদান বা আর্থিক সহায়তা না দেওয়ার কারণে সোমবার বিকেল ৪.৩০ টায় অনুমান ১,০০০/১,৫০০ মহিলারা  জান্নাতুল নাঈম প্রকাশ পোষণ এর অফিসে তাকে ঘেরাও করে রাখে। সংবাদ পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জান্নাতুল নাঈমকে পোষণকে হেফাজতে নেন।  জান্নাতুল নাঈম পোষণ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিল।

অভিযোগের ভিত্তিতে জান্নাতুল নাঈম(৩৩) এর বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আতারা // এপি

- Advertisement -
- Advertisement -