8:04 pm |আজ শনিবার, ১২ই অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে রবিউস সানি ১৪৪৩ হিজরি

সংবাদ শিরোনাম:
বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনার সংক্রমণ

বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনার সংক্রমণ
আলোকিত ডেস্ক

শীতের সঙ্গে তাল মিলিয়ে  বিশ্বজুড়ে ফের করোনার সংক্রমণ বাড়ছে। ইউরোপ ও আমেরিকাজুড়ে এই সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে ২৫ কোটি ৪৮ লাখ মানুষের মাঝে করোনার সংক্রমণ ঘটেছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ লাখ ৫৫ হাজার ৯৪৬ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তবে এই সংখ্যা বুধবারের চেয়ে কম, বুধবার একদিনে ৬ লাখ ৩ হাজার ১৫৬ জন আক্রান্ত হয়েছিলেন। অক্টোবরের শুরু থেকে বেশীভাগ দৈনিক সংক্রমণের চেয়ে এই সংখ্যা বেশী।

জার্মানি,অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসসহ ইউরোপিয়ান দেশগুলো গত বছর করোনা শুরুর পরে সাপ্তাহিক হিসাবে সর্বোচ্চ করোনার সংক্রমণের একটি নতুন ওয়েব অনুভব করছে।ডাব্লিউএইচও’র এক প্রতিবেদনে দেখা যায়, ৮ থেকে ১৪ নভেম্বর মধ্যে বিশ্বব্যাপী নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে, এরমধ্যে ২১ লাখ ইউরোপিয়ান ইউনিয়নে অঞ্চলে। জার্মানিতে সংক্রমণ বাড়ছে, মহামারি শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো সংক্রমণ ৬৫ হাজার ছাড়িয়েছে। ৭দিনের করোনার আক্রান্তের হার বেড়ে প্রতি ১ লাখে ৩৩৬.৯ জন দাঁড়িয়েছে।

 

আতারা // এপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুনAll rights reserved. © Alokitoprotidin
এস কে. কেমিক্যালস এগ্রো লি: এর একটি মিডিয়া প্রতিষ্ঠান