প্রতিনিধি,ফেনী:
ফেনীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. শাওন (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রাতে জেলার সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের নিজাম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাওন স্থানীয় সোনাগাজী মডেল একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং মধ্যম সুজাপুর গ্রামের এরশাদ উল্যাহর ছেলে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় শাওন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/১৪ নভেম্বর,২০২১/আর এম