আজ শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল পোর্ট রোড ফল পট্টি থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি, বরিশাল:
বরিশাল নগরীর পোর্ট রোড মসজিদের সামনে থেকে ২ কেজি গাজাসহ এক জনকে আটক করেছে আমানত গঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ, টি এসআই রুহুল আমিন ও এস আই নাসির উদ্দীন।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুত্রবার (১২ নভেম্বর) সকাল ৮ ঘটিকা সময় বরিশাল কোতয়ালী থানাধীন ৯ নং ওয়ার্ড ফলপট্টির মুখ থেকে আমানতগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনচার্জ এসআই রুহুল আমিন ও  এসআই নাসির উদ্দীনের নেতৃত্বে  পুলিশ  অভিযান পরিচালনা করেন। এ সময় চুনারঘাট গ্রামের মৃত মনির মিয়ার ছেলে, জোনায়েত হোসেন (২৫) কে দুই কেজি গাঁজা সহ আটক করেন। আটককৃত জোনায়েত হোসেন (২৫) হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার চুনারঘাট গ্রামের মৃত মনির মিয়ার ছেলে। আটককৃত জোনায়েতের তথ্য সূত্রে জানা যায়, ঢাকা থেকে ২ কেজি গাঁজা বরিশালে বিক্রয়ের উদ্দেশ্যে সুন্দরবন ১১ লঞ্চে বরিশালে পৌঁছালে পোর্ট রোড আসায় পুলিশের অভিযানে গাঁজা সহ আটক হন। এসআই রুহুল আমিন বলেন, সন্দেহ হলে জোনায়েতের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাসী করলে সাথে থাকা গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত জোনায়েত বরিশালের রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউলের স্ত্রী সোহাগীর কাছে বিক্রির জন্য গাঁজা নিয়ে এসেছিলো। আটককৃত জোনায়েতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় টি এস আই রুহুল আমিন বাদী হয়ে একটি  মাদক দ্রব্য আইনে মামলা  দায়ের করেন।
আলোকিত প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -