আজ রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বারহাট্টা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  ৫০ শয্যা  উন্নতকরণের শুভ উদ্বোধন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,নেত্রকোণা 

নেত্রকোণার বারহাট্টা  উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নতীকরণ  কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত। রবিবার বেলা  ১২টায় বারহাট্টা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাঙ্গণে  নতুন ভবন  শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।নেত্রকোণা জেলার সিভিল সার্জন সেলিম মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা  স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা মোস্তাফিজুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পেশ করেন  বারহাট্টা  আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সুলাইমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  সমাজ কল্যাণ  প্রতিমন্ত্রী  আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব শাখা) মো. মনির  হোসেন , জনস্বাস্থ্য অধিদপ্তর নেত্রকোণার  নির্বাহী প্রকৌশলী  লিয়াকত মিয়া ,  উপজেলা পরিষদের  চেয়ারম্যান  মাইনুল হক কাসেম, নির্বাহী কর্মকর্তা  এস এম মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্বা কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা  শাহ্ মো. আব্দুল  কাদের, বারহাট্টা  উপজেলা  আওয়ামী লীগের  সভাপতি আজিজুর  রহমান, সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা  আব্দুল  ওয়াহেদ, বারহাট্টা  থানার  ইনচার্জ অফিসার  মিজানুর রহমান ,বিভিন্ন  সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ । এসময় বক্তারা বলেন,   বারহাট্টা উপজেলার  স্বাস্থ্য কমপ্লেক্সে  ৩১ শয্যা  হতে ৫০ শয্যা  স্থাপনা  করায় উপজেলার  জনসাধারণ  চিকিৎসা সেবা  পাবে আগের চেয়েও বেশি।  এতে করে কোন রোগী চিকিৎসার  ভোগান্তিতে পড়বে না।

 

- Advertisement -

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -