প্রতিনিধি,কচুয়া
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত । শনিবার কচুয়া উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় সমিতির সভাপতি জাবের মিয়া প্রমুখ।
আলোকিত প্রতিদিন // আতারা