আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

স্ত্রী হত্যার ৬দিন পর ঘাতক স্বামীর মৃত্যু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মুসলেহ উদ্দীন

সীতাকুণ্ডে পাষাণ্ড স্বামীর ছুরিকাঘাতে খুন হওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই আহত স্বামী অভিধর (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে গত (২৭ অক্টোবর) স্ত্রী জ্যোতিকা সুত্রধরকে (১৮)  হত্যার পর নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিধর। ওই ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মরণ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।উল্লেখ্য, গত দুইবছর আগে সীতাকুণ্ডের প্রেমতলা এলাকার রাম সূত্র ধরের কন্যা এইচএসসি পরীক্ষার্থী জ্যোতিকা সূত্রধরের  সাথে বাশঁখালী থানার অভিধর -এর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। পরবর্তীতে জ্যোতিকা ও অভিধর পরিবারের অমতে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছেলের পরিবার মেয়ের পরিবারের কাছ থেকে যৌতুক দাবি করে এবং সামাজিকভাবে মেনে নেয়নি ছেলের পরিবার।একপর্যায়ে স্ত্রী জ্যোতিকা স্বামীর কাছ থেকে রাগ করে বাপের বাড়ি চলে আসেন। এদিকে স্ত্রী তার সংসার করবে না বলে চলে আসায় স্বামী অভিধর ক্ষিপ্ত হয়ে শ্বশুর বাড়িতে এসে স্ত্রী জ্যোতিকাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। পরে অভি নিজেই নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্টা করে। স্ত্রী হত্যার ৬ দিন পরই  চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -