আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আসন্ন বড়িকান্দি ইউপি নির্বাচনে ৯ নং কুলাসিন ওয়ার্ডের মেম্বার হতে চান শামসুজ্জামান শামসু। শামসুজ্জামান শামসু অনার্স মাস্টার্স করেছেন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে।মেম্বার পদে নির্বাচিত হয়ে তিনি চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে সরকারি বিধিনিষেধ মেনে কুলাসিন ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলতে চান।নির্বাচন আসন্ন হওয়ায় কুলাসিন-থোল্লাকান্দির কিছু অংশে ইতোমধ্যে তিনি গণসংযোগ শুর করেছেন।মেম্বারপ্রার্থী শামসুজ্জামান বলেন, আমি করোনাকালীন দুর্যোগে ৯নং ওয়ার্ডবাসীর পাশে দাঁড়িয়েছি । আমি মেম্বার নির্বাচিত হয়ে সবসময় যেন আপনাদের সেবা করতে পারি ,সেজন্য আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। এবার আমি নির্বাচিত হলে শতভাগ শিক্ষার মানোন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করে যাবো। ইভটিজিং বাল্যবিবাহ ও বহিরাগত শক্তি হতে ৯ নং ওয়ার্ডকে আমি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করব।নির্বাচনীয় প্রচারণায় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ জিল্লুর রহমান, ফজলু মিয়া, আলমগীর হোসেন, সুমন মিয়া প্রমুখ।
আলোকিত প্রতিদিন // আতারা