আলোকিত ডেস্ক
বিএনপি এদেশেরে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক এবং নির্ভরযোগ্য ঠিকানা বলে মন্তব্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,দেশের মানুষ ভালো করেই জানেন, বাংলাদেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত এদেশে কারা সাম্প্রদায়িক রাজনীতি করে, কারা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আজ সোমবার তার বাসবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতাকে বিএনপিই অস্ত্র বানায়, আওয়ামী লীগ নয়। ক্ষমতায় যেতে বিএনপিই ধর্মকে আর সাম্প্রদায়িকতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।
বিএনপির আমলেই দেশে ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি হয়েছে জানিয়ে আ’লীগ সাধারণ সম্পাদক বলেন, ৬৩টি জেলায় একইসাথে বোমা হামলা হয়েছিল বিএনপির শাসনামলে। শায়খ আবদুর রহমান বাংলা ভাইরা যে উগ্রপন্থার জন্ম দিয়েছিল তার প্রশ্রয়দাতা আর আশ্রয়দাতা ছিল বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে দাবি করেন তিনি।
আলোকিত প্রতিদিন // আতারা

