আজ মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চেয়ারম্যান পদপ্রার্থী কামাল পারভেজ মিয়াজীর বিশাল মিছিল

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,কচুয়া

কচুয়া উপজেলা ২নং পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী ও চাঁদপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উপ-প্রচার সম্পাদক মো.কামাল পারভেজ মিয়াজী সমর্থিত এক বিশাল মিছিল অনুষ্ঠিত । আজ সোমবার এই মিছিলটি বের কার হয়। মিছিলটি আটোমোর থেকে মধুপুর বাজারে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে।মিছিলের মধ্যে আটোমোর,তারিনী ও মধুপুর গ্রামের কয়েকশত লোক যোগদান করেন।সাধারণ জনগণ বলেন- পাথৈর ইউনিয়ন-এর যোগ্য সন্তান ও গরিব-দুঃখী মানুষের নিবেদিত প্রাণ মো. কামাল পারভেজ মিয়াজীকে ২নং পাথৈর ইউনিয়নে নৌকা মনোনয়ন দিয়ে জনগণের সেবার করার সুযোগ  দিতে আহ্বান জানাচ্ছি। পাথৈর ইউনিয়নে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে চাই।পরবর্তীতে সাধারণ জনগণের ভালোবাসা ও উৎসাহ দেখে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন নৌকা মনোনয়ন নিয়ে আপনাদের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আপনাদের পাশে দুঃখ- সুখে সবসময় থেকে সেবা করে যেতে পারি।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -