প্রতিনিধি,মুন্সীগঞ্জ:
দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী- মালখানগর সড়কের তালতলা-শ্রীনগর খালের উপর সরু কালভার্ট দিয়ে কষ্টে চলাচল করছে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ। প্রায় প্রায় ১৮ বছর ধরে সরু কালভার্টের কারণে মানুষের ভোগান্তি চরমে। এর ফলে দীর্ঘদিনেও প্রশস্ত করা হয়নি। এতে করে কালভার্ট নির্মাণের পর থেকে বড় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া যানবাহনের ধাক্কায় ভেঙে পড়ছে কালভাটের্র রেলিং। সম্প্রসারণ ও সংস্কার না হওয়ায় দিন দিন এ কালভার্টটি যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরু কালভার্টের কারণে সড়কটিতে গাড়ি চলাচল করতে পারছে না। অতি দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। গতকাল রবিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলার বয়রাগাদী-মালখানগর সড়কটি উপর একটি জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ সরু কালভার্ট। এ কালভার্ট দিয়ে রিকশা-ভ্যান ও অটোরিকশা ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারেনা। ইউনিয়নবাসী বলছে অতি দ্রুত সেখানে নতুন কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।
জানা যায়, প্রায় ১৫-১৮ বছর আগে কালভার্টটি নির্মাণ করা হয়। এরপর থেকেই এই এলাকা দিয়ে বড় ধরনের কোনো গাড়ি চলাচল করতে পারছে না। এই কালভার্টটি ভেঙে নতুন একটি বড় সেতু নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়নবাসী। পথচারী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ব্রিজ দিয়ে দুইটি গাড়ি একসাথে যেতে পারে না। এই ব্রিজটি ভেঙে বড় ব্রিজ নির্মাণ করার দাবি জানাচ্ছি। অটোরিকশা চালক মো. রুবেল বলেন, এই ব্রিজ দিয়ে দুটি অটোরিকশা এক সাথে যেতে পারে না। এর কারণ হলো ব্রিজটি সরু। একটি অটোরিকশা আসলে আরেকটি অপেক্ষা করতে হয়। তারপরে যেতে পারে। এই ব্রিজটি ভেঙে বড় ব্রিজ বানিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি সরকারের কাছে। বয়রাগাদী ইউপি সদস্য মো. ইয়াসিন বলেন, এই সরু ব্রিজের উপর দিয়ে বড় গাড়ি চলাচল করতে পারে না আটকে যায়। টেংগুরিয়াপাড়া দিয়ে ঘুরে আসতে হয় বয়রাগাদী ইউনিয়নে। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি নতুন একটি বড় ব্রিজ বানিয়ে দেওয়ার। বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন বলেন, এই ব্রিজটির বিষয়ে উপজেলা প্রশাসনকে জানিয়েছি। অতি শীঘ্রই পুরাতন ব্রিজটি ভেঙে নতুন একটি বড় ব্রিজটি বানিয়ে দেওয়ার কথা আমাদের বলেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা বলেন, এই ব্রিজটির জন্য সয়েল টেস্ট হয়ে গেছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন হলে শীঘ্রই কাজ ধরা হবে।
আলোকিত প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০২১/ আর এম