মো.আনোয়ার হোসেন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রড়িকান্দি ইউপির ৯নং ওয়ার্ডে আবারও মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন কবির মেম্বার। আজ রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি গত নির্বাচনে পাশ করার পর থেকে হাঁটি হাঁটি পা পা করে ৯ নং ওয়ার্ডবাসীর সেবা করে যাচ্ছি। চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং গ্রামকে শহর হিসেবে গড়ে তুলতে দৃঢ় মন নিয়ে কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া এবং সমর্থন পেলে ৯ নং ওয়ার্ডে পুনরায় নির্বাচিত হয়ে ওয়ার্ডে চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।এসময় উপস্থিত ছিলেন ইসমাইল মিয়া, মেন্টু মিয়া জলিল মিয়া, লিলু মিয়া , ওহাব মিয়া, শাজাহান অভিদ মিয়া , রাজিব দেব, জালাল, বাপ্পি, লতু মিয়া, রব মিয়া, অলিল মিয়া।
আলোকিত প্রতিদিন // আতারা