আজ সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অভিনেত্রী কৌশানীর মা না ফেরার দেশে

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক

না ফেরার দেশে  অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের মা। শনিবার ভোরে কৌশানী যখন লাল সূর্যের অপেক্ষায় ঠিক তখনই খবর এল ঘোর আঁধারের ।জানতে পারলেন তার মা মৃত্যুবরণ করেছেনে। জীবনের সবচেয়ে উজ্জ্বল মানুষটিকে হারিয়ে বড়ই কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এ অভিনেত্রী।

মাত্র ৫০ বছরের বয়সে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা।এর আগে গত ২৩ অক্টোবর  ওই হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা চলছিল। হাসপাতালে রাত থেকেই ছিলেন কৌশানী প্রেমিক বনি সেনগুপ্ত। বনির মা ইম্পা প্রেসিডেন্ট ও অভিনেত্রী পিয়া সেনগুপ্ত বলেছেন, শারীরিক বেশ কিছু সমস্যা ছিল ওর। কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়েছিল। তার ওপর ফুসফুসে সংক্রমণও হয়েছিল। সবটা মিলিয়ে মাল্টি অর্গ্যান ফেলিওর। মাঝরাতে মারা গিয়েছেন। এখনও ভাবতে পারছি না হাসিখুশি মানুষটা আর নেই। খুব ভালো মানুষ ছিল।”

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -