আজ বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মধুখালীর ডুমাইন হতে বিকাশ প্রতারক চক্রের ৬  সদস্য আটক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,ফরিদপুর

বুধবার গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন ডুমাইন গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের  সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়েছে।র‍্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন-মৃত আলাল খানের ছেলে  তরিকুল ইসলাম(২৭),আবু তালেব মল্লিকের ছেলে ফরহাদ (৩৩) ,শুক্কুর আলী মল্লিকের ছেলে সোহাগ মল্লিক (২৫),মৃত তরুণ মণ্ডলের ছেলে তাপস মণ্ডল (২৮),জনেক মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৩) ও গোবিন্দ মণ্ডল (২২)।

এ সময় আটককৃদের হেফাজত হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১১ টি সীমকার্ডসহ ৮ টি মোবাইল ফোন জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায়, তারা বিকাশ প্রতারণার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। ঘটনার বিবরণে আরো জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভুয়া নামে সীমকার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগণের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।  আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান ।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -