প্রতিনিধি,নেত্রকোণা
নেত্রকোণার আটপাড়ায় শুনই ইউনিয়নে হাতকাটা কালিয়াখালি খাল থেকে অবৈধ বাঁধ অপসারণ এবং জাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা রুপশ্রী দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিয়াখালি খালের উপর থেকে দ্বিতীয় বারের মত অবৈধ বাঁধ অপসারণ করলেন। এছাড়াও তিনি ঘটনাস্থল থেকে অবৈধ জাল উদ্ধার করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ হাত কাটা কালিয়াখালি খালে কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী বাঁধ নির্মাণ করে মাছ ধরত এবং মাছ ধরতে অবৈধ জাল ব্যবহার করত । এ নিয়ে গত -১৫ই অক্টোবর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানার নির্দেশে উপ সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম বার বাঁধ অপসারণ করলেও অসাধু ব্যবসায়ীরা পুনরায় বাঁধ নির্মাণ করে মাছ ধরার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। পরে (২৬ অক্টোবর) মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টায় মৎস্য কর্মকর্তা দপ্তরের ক্ষেত্র সহকারী বাঁধন কুমার দত্তকে সাথে নিয়ে মৎস্য কর্মকর্তা রুপশ্রী দে এই অভিযান পরিচালনা করেন।তিনি বিষয়টির সত্যতা স্বীকার করেন এবং উদ্ধারকৃত অবৈধ জালগুলো তার তত্ত্বাবধানে আছে বলে অভিহিত করেন। অফিস সূত্রে আরও জানা যায়, ২৭ অক্টোবর বুধবার অবৈধ বাঁধের বাকি অংশ অপসারণ করা হবে।
আলোকিত প্রতিদিন // আতারা