আজ মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি, ভাঙ্গুড়া

পাবনার ভাঙ্গুড়া  উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার  হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার  রাতে ফুফুর বাড়ী সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার  বাঙালা ইউনিয়নের প্রতাপ গ্রামে  এ দুর্ঘটনা ঘটে। মৃত আনোয়ার হোসেন ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। নিহতের পারিবারিক সূত্রে   জানা যায় , সে গত রবিবার  পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামে  ফুফুর বাড়ীতে বেড়াতে যায়।নিহতের ফুপুবাড়ী থেকে জানা যায় , গতকাল সোমবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ীর একটি কক্ষে একাকি ঘুমাতে যায়,  পরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাতের কোন এক সময় দুর্ঘটনার শিকার হয়। সকালে ভোরবেলা দরজা খুললে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -