আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বন বিভাগের অভিযানে অবৈধ বাঁশ বোঝাই গাড়ি জব্দ 

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন স্পেশাল টিমের অভিযানে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চকরিয়া ব্রীজের উপর থেকে অবৈধভাবে পরিবহনকালে  বাঁশ বোঝাই ২টি জিপগাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত  বাঁশের পরিমাণ ১৪০০। সোমবার রাতে কক্সবাজার উত্তর বন বিভাগের স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহীর নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ বাঁশ বোঝাই ২টি জিপগাড়ি আটক করা হয়।  স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বনজদ্রব্য  পাচারকারীরা সংরক্ষিত বনাঞ্চলে পানের বরজ স্থাপনের নিমিত্তে অবৈধভাবে  পরিবহনকালে তাদের গতিরোধ করে ১৪০০ মিতিংগা প্রজাতির বাঁশ ও পরিবহনে নিয়োজিত ২টি জিপ গাড়ি  জব্দ করা হয়। পরবর্তীতে গাড়িসহ অবৈধ বাঁশ ও সরঞ্জাম রেঞ্জ  হেফাজতে নিয়ে আসা হয়েছে।পাচারকারীরা সংরক্ষিত বনাঞ্চলে পানের বরজ স্থাপনে ব্যবহারের জন্য  এসব বাঁশ মহেশখালীর উদ্দেশ্যে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে।কিন্তু বন বিভাগের প্রাত্যহিক  অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে  অবৈধ বাঁশ ও পরিবহনে নিয়োজিত জিপ গাড়ি জব্দ করা হয়।আটককৃত মিনি ট্রাক ও বাঁশের আনুমানিক সিজার মূল্য প্রায় ১০ লক্ষ ৯০ হাজার টাকা।

সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন,অবৈধ বালু পাচারকারী , সরকারি বন ভূমি জবরদখলকারী সিন্ডিকেটসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সরকারি বনভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধসহ সরকারি সম্পদ ও বনজ সম্পদ রক্ষার্থে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

 

- Advertisement -

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -