আজ বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

প্রকল্প কাজ যথাসময়ে সম্পন্ন করার  নির্দেশ চসিক মেয়রের

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন, যা চট্টগ্রামবাসীর আকাঙক্ষার প্রতিফলন। তিনি চট্টগ্রাম নগরীকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণা রেখে বে-টার্মিনাল, কর্ণফুলী তলদেশ দিয়ে ট্যানেল, গভীর সমুদ্র বন্দর, আন্তদেশীয় মহাসড়ক ও রেল যোগাযোগের নির্মাণ পরিকল্পনা নিয়ে যে কাজ শুরু করেছেন- তা সম্পন্ন হয়ে গেলে চট্টগ্রাম নগরীর জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

সর্বোপরি চট্টগ্রাম হয়ে উঠবে দক্ষিণ পূর্ব এশিয়ার আর্থনৈতিক হাব।  সোমবার দুপুরে নগরীর বেড়িবাঁধ থেকে হালিশহর আর্টিলারি পর্যন্ত নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। জাইকার অর্থায়ণে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ জানুয়ারি ২০২২ এর মধ্যে সমাপ্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে প্রকল্পের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট টিকাদার ও প্রকৌশলীদের নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছ, অধ্যাপক মো. ইসমাইল, আব্দুল মান্নান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিরুল হুদা, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।

মেয়র আরও বলেন, এতদিন বর্ষা মৌসুমের অতিবৃষ্টির কারণে অনেকগুলো প্রকল্পের কাজ বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছিল। এখন বর্ষা মৌসুম শেষ সুতরাং আর কোনধরনের অজুহাত দেখানোর সুযোগ থাকছে না। তিনি অবিলম্বে সবগুলো উন্নয়ন কাজ সম্পন্ন করে নাগরিক দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

- Advertisement -

আলোকিত প্রতিদিন // আতারা

- Advertisement -
- Advertisement -