দ্বীন মোহাম্মাদ দুখু :
দেশের প্রখ্যাত নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী আর নেই। (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
তিনি জানান, দীর্ঘদিন ধরেই কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।
অভিনেতা ও নির্মাতা হিসেবে অত্যন্ত সফল কায়েস চৌধুরী। তিনি কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। নির্মাণ করেছেন বহু নাটক। এছাড়া ‘কৃষ্ণপক্ষ’, ‘পদ্মাপুরাণ’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
আলোকিত প্রতিদিন/ ২১ অক্টোবর,২০২১/ দ ম দ