প্রতিনিধি, সীতাকুণ্ড
‘বাংলার মুসলমান, বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান, আমরা সবাই বাঙালি’ এ স্লোগানকে সামনে নিয়ে জাতি-ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সাম্প্রদায়িক সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব চত্বরে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সারাদেশে সম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বক্তব্য পেশ করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ্ আল বাকের ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলশাদ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নারী নেত্রী সুরাইয়া বাকের, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন।
প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য পেশ কেরন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সেকান্দর হোসাইন, সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি এম. হেদায়েত উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন, কাউন্সিলর মুরাদ, নবনির্বাচিত চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, বিশিষ্ট কবি দেবাশীষ ভট্টচার্য, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেহান উদ্দীন। এসময় ইসলাম ধর্মের প্রতিনিধি হিসেবে সীতাকুণ্ড আলিয়া (কামিল) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন, হিন্দুদের শংকর মঠ ও মিশনের শ্রীমৎ রুপকানন্দ, বৌদ্ধ ধর্মের ধর্মীয় গুরু বাড়বকুণ্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সংগ কীর্তি বিক্ষু উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ ২৪ টি সংগঠন অংশ নেয়। সমাবেশে বক্তারা বলেন, মাতৃভূমি বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের বসবাস এদেশে। শান্তি – সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। এখানে কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। কুমিল্লায় প্রতিমার পায়ের নিচে কোরআন রাখা ব্যক্তিরা যে ধর্মের অনুসারী হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা । ধর্মীয় অনুভুতিতে আঘাতের মাধ্যমে সম্প্রীতি নষ্ট করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা।
আলোকিত প্রতিদিন // আতারা