প্রতিনিধি, শেরপুর
শেরপুরের নকলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নকলা উপজেলায় পরিষদের চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন , নকলা থানা অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, নকলা হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাফ হোসেন, ৩ নং ইউপি চেয়ারম্যান রেজাউল করিম হীরা,৮ নং চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
আলোকিত প্রতিদিন/ ২১অক্টোবর,২০২১/ এইচ
- Advertisement -